
দিরাই প্রতিনিধি ::
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শোয়াইব আহমেদ খান বলেছেন, আমি হাওরপাড়ের সন্তান। আমার গ্রামে কোনো প্রাইমারি স্কুল না থাকায় অনেক কষ্ট করে প্রাথমিক শিক্ষা লাভ করেছি। হাওরের পাড়াগাঁয়ের নারী শিক্ষার উন্নয়নে যে বালিকা বিদ্যালয় যাত্রা শুরু করছে, আমি তাদের এ মহতি উদ্যোগকে স্বাগত জানাই। আমরা আজ শুধু বৃক্ষরোপণ করে গেলাম, এর পরিচর্যার দায়িত্ব সকলের। সবাই মিলে নিজ অবস্থান থেকে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন। বিদ্যালয়ের উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি আশাবাদী এ বিদ্যালয় হাওরপাড়ের নারী শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে।
শুক্রবার (১০ অক্টোবর) দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের উমেদ নগর গ্রামে ‘উদয়ন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুর রশিদের সভাপতিত্বে ও ছাত্রনেতা জুনেদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব দুরে শাওরাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সমাজকর্মী শাহিনুর আলম, লিটন মিয়া, প্রভাষক পারভেজ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভূমিদাতা শিক্ষানুরাগী বুরহান উদ্দিন আহমেদ।
বক্তব্য রাখেন রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমেদ খানসহ এলাকার সুধীজন।