শহীদ জিয়া স্মৃতি পরিষদের আয়োজনে কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপলোড সময় : ১১-১০-২০২৫ ০৩:৪৭:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৫ ০৩:৪৭:২৭ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুর প্রতিনিধি :: বিএনপি ক্ষমতায় এলে খেলাধুলার মান উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য ও সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাড. আব্দুল হক। তিনি বলেন, কুস্তি সুনামগঞ্জের একটি ঐতিহ্যবাহী খেলা। যুগ যুগ ধরে এই খেলা সামাজিক বন্ধনকে দৃঢ় করে রেখেছে। বিএনপি ক্ষমতায় গেলে এ খেলাটিকে জাতীয় মর্যাদা দিতে উদ্যোগ নেওয়া হবে। গত বৃহস্পতিবার বিকেলে শহীদ জিয়া স্মৃতি পরিষদ আয়োজিত কুস্তি প্রতিযোগিতা ২০২৫ উপলক্ষে বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা পেটনার মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ কয়েছ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য কবির হোসেন ও খলিলুর রহমান, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বকুল মিয়া, সদস্য আলী হোসেন ও জাবেদ মিয়া, সলুকাবাদ ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আব্দুর রহমান, বিএনপি নেতা নুরুল আলম, কাওছার আহমদ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com