
স্টাফ রিপোর্টার ::
শ্রীশ্রী কালীপূজা উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ কেন্দ্রীয় শ্মশানঘাট পরিচালনা কমিটির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় শ্মশানঘাট প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
সাবেক পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারণ স¤পাদক অরুণ কুমার দেব। এছাড়াও বক্তব্য রাখেন কমিটির সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর মতিলাল চন্দ, সাবেক পৌর কাউন্সিলর কলি তালুকদার আরতি, সাবেক পৌর কাউন্সিলর শেলী চৌহান ময়না, শ্রীশ্রী কেন্দ্রীয় দুর্গাবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন, বিধান দাস,সত্যজিৎ আচার্য্য চন্দন, অ্যাড. দীপংকর বণিক, মিন্টু চৌধুরী প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্মশানঘাট পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সুমন সাহা, নরেন ভট্টাচার্য্য, চন্দন আচার্য্য, রিংকু চৌধুরীসহ অন্যান্য সদস্য ও ভক্তবৃন্দ।
সভায় শ্মশানঘাটের জায়গা বিষয়ে আলোচনা হয়। এ ব্যাপারে আগামী রবিবার জেলা প্রশাসকের সাথে দেখা করে কমিটির সদস্যগণ আলোচনা করবেন বলে সিদ্ধান্ত নেয়া।