জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা আহত

আপলোড সময় : ১০-১০-২০২৫ ০৯:২১:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৫ ০৯:২১:১২ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা শামীনুর রহমান গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি পৌর শহরের হবিবপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে ঘটনাটি ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার গাদিয়ালা ও হামহামিয়া নামের দুইটি জলমহাল সরকার কর্তৃক ইজারা পান পূর্ব ইব্রাহিমপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন। তিনি ইজারা পেয়ে প্রথমে গাদিয়ালা জলমহাল আবিবুল বারী আয়হান ও পরে সুহেল আহমদ গংদের কাছে সাবলিজ প্রদান করেন। একই সঙ্গে হামহামিয়া জলমহাল পার্থ গংদের কাছে সাবলিজ প্রদান করেন। এ ঘটনায় স্থানীয় নলুয়া নোয়াগাঁও গ্রামের দুলু মিয়া বাদী হয়ে এসব সাবলিজ বাতিল চেয়ে গত ৩০ জুন ২০২৫ সালে মৎস্য, সমবায় ও ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে উক্ত অভিযোগটি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে আসে এবং জেলা প্রশাসক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তক্রমে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অভিযোগটির শুনানীর তারিখ নির্ধারণ ছিল। শুনানিকালে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং পরে অফিসের বাইরে গিয়ে হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে বিএনপি নেতা আবিবুল বারী আয়হান বলেন, সুহেলসহ আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় আমার ছোট ভাই শামীনুর গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। তাকে নিয়ে চিকিৎসায় ব্যস্ত আছি। যদিও সুহেল আহমদ অভিযোগ অস্বীকার করেছেন। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন জানান, জলমহাল দুটির শুনানিকালে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে অফিস থেকে বের হয়ে গিয়ে মারামারি করেন তারা।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com