ধোপাজানে নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

আপলোড সময় : ১০-১০-২০২৫ ০৯:১৪:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৫ ০৯:১৪:৩৬ পূর্বাহ্ন
ধোপাজান নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বিশ্বম্ভরপুর উপজেলার মনিপুরী হাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ধোপাজান নদীর পাড়ের ক্ষতিগ্রস্ত জনসাধারণের উদ্যোগে বৃহ¯পতিবার সকাল ১১টায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, ধোপাজান নদীতে নাব্যতার সংকট নেই, বিআইডব্লিওটিএ খনিজ বালু উত্তোলনের অনুমতি প্রদানের কর্তৃপক্ষও নয়। বিটি বালুর নামে সম্পূর্ণ অবৈধভাবে খনিজ বালু উত্তোলন করা হচ্ছে। এতে প্রকৃতি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। বক্তরা অবিলম্বে বালু উত্তোলন বন্ধের দাবি জানান। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি একেএম আবু নাছার, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, নৌযান সমবায় সমিতির সভাপতি মো. হাফিজ রহমান, মো. আব্দুল গফুর, বিশ্বম্ভরপুর নৌযান সমবায় সমিতির সভাপতি মো. মমিনুল হক, মো. আবু ইউসুফ প্রমুখ। - সংবাদ বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com