‘এবার ইংরেজি শিখবে পুরো বাংলাদেশ’ শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

আপলোড সময় : ১০-১০-২০২৫ ০৮:৪১:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৫ ০৮:৪১:৪৭ পূর্বাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি :: ড্রিম ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের উদ্যোগে ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে ‘এবার ইংরেজি শিখবে পুরো বাংলাদেশ’ শীর্ষক সিম্পোজিয়াম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভুইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক এবং উপজেলা প্রকৌশলী আবদুল হামিদ। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এম এ করিম লিলু, সিনিয়র সহসভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সহসভাপতি বজলুর রহমান ও আলাউদ্দিন, সিরাজ মিয়া, যুগ্ম স¤পাদক হারুন অর রশিদ, শাহ মাসুক নাইম সাংগঠনিক স¤পাদক মো. মামুন মুন্সি, অর্থ সম্পাদক মো. সোহেল মিয়া, দপ্তর সম্পাদক মো. আক্তার হোসেন সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ফারুক মিয়া, সাংস্কৃতিক সম্পাদক শানুর ওয়াদুদ তালুকদার সাগর, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সোহাগ, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম সানি, প্রকাশনা সম্পাদক আবু বকর, সদস্য ইসমাইল হোসেন, রফিকুল ইসলাম, শাহ আলম প্রমুখ। বক্তারা বলেন, ইংরেজি শেখা শুধু একটি ভাষা শেখা নয় বরং এটি আধুনিক বিশ্বের সঙ্গে সংযুক্ত হওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম। তারা মনে করেন, এই উদ্যোগ দেশের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে সহায়তা করবে। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন ইনস্টিটিউপটের প্রতিষ্ঠাতা ও কানাডা প্রবাসী উদ্যোক্তা আহমেদ রাসেল। অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে ‘ইংলিশ ফর এভরি ওয়ান’ গাইডবুক তুলে দেওয়া হয় এবং আগত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে রেজিস্ট্রেশনের সুযোগ ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com