
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী অর্ফিসার সুলতানা জেরিন বলেছেন, কর্মক্ষেত্রে আমি যেখানেই থাকিনা কেন, আমি সেই এলাকাকে বেশি ভালবাসি। কাজেই আমি যখন সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়নের দায়িত্ব নিয়ে কাজ করছি। সে হিসেবে সদর উপজেলাকে আমি অত্যন্ত বেশি ভালবাসি। ইউনিয়নগুলোর সার্বিক বিষয়ে আমাকে কাজ করতে হচ্ছে। আমার দরজা জনগণের জন্য খোলা। অভাব-অভিযোগ থাকলে মন খুলে আমার কাছে বলবেন, আমি সাধ্যমত চেষ্টা করবো সমাধানের।
তিনি গতকাল বৃহস্পতিবার সকালে রঙ্গারচর হরিনাপাটি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ও অত্র বিদ্যালয়ের সভাপতি হিসেবে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কেউ যদি এককভাবে লাভবান হতে গিয়ে সমাজের ক্ষতি করে, এলাকার শান্তি-সম্প্রীতি বিনষ্ট করতে চায়, যেমন নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করে গ্রামের সর্বনাশ ডেকে আনে তাতে আপনারা সম্মিলিতভাবে প্রতিবাদ করবেন এবং আমাকে জানাবেন।
এর আগে তিনি বিদ্যালয়ে পৌঁছে বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে শিক্ষার মান নিয়ে কথা বলেন। পরে তিনি অভিভাবক সমাবেশে যোগ দেন। তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর খান-এর শেষ কর্মদিবস হিসেবে তাঁর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. আব্দুল কদ্দুছের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক আহমেদ। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আব্দুল মালিক, বিএনপি নেতা মো. নুর উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ রেজাউল করিম, আইনজীবী সহকারী মো. আবুল কালাম প্রমুখ।