
স্টাফ রিপোর্টার ::
লালন সাঁই-এর তিরোধান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, বিশিষ্ট সংগীত শিল্পী রূপশ্রী রায়, থিয়েটার সুনামগঞ্জের পরিচালক দেওয়ান গিয়াস চৌধুরী, লোকদল শিল্পী গোষ্ঠীর পরিচালক বিধান চন্দ্র বণিক, বাউল সমিতির সভাপতি তসকির আলী, সাধারণ স¤পাদক সেলিম আহমেদ প্রমুখ।
জানাযায়, এ উপলক্ষে আগামী ১৭ অক্টোবর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হবে। ওইদিন সন্ধ্যায় আলোচনা সভা এবং পরবর্তীতে জেলা এবং উপজেলার গুণীজন শিল্পীবৃন্দের উপস্থিতিতে লালন সাঁই স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, লালন সাঁই-এর তিরোধান দিবসটি যেন বৃহৎ পরিসরে করা যায় সেই প্রস্তুতি নেওয়া হবে।