
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা সদর বাজারের জিরো পয়েন্ট এলাকায় বুধবার সকাল সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষের লোকজনদের হামলা ও মারধরে ব্যাটারি চালিত অটোরিকশা চালক আলম মিয়া (৪৬) গুরুতর আহত হয়েছেন। তাকে ওইদিনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সদরের আনন্দমোড় এলাকায় বুধবার সকাল আটটার দিকে উপজেলা সদরের ধর্মপাশা উত্তরপাড়া গ্রামের অটোরিকশা চালক আলম মিয়ার অটোরিকশার সঙ্গে উপজেলার খয়েরদিরচর গ্রামের জাহাঙ্গীর মিয়ার (৪৫) অটোরিকশাটির ধাক্কা লাগে। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ওই দুইজন চালক সেখানে থেকে চলে যান। উপজেলার গাছতলা বাজার থেকে আলম মিয়া অটোরিকশার যাত্রী নিয়ে সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় আসা মাত্রই তার অটোরিকশাটি থামিয়ে অটোরিকশা চালক জাহাঙ্গীর মিয়ার পক্ষ নিয়ে তার ভাগ্নে রুহুল আমিনের (৪০) নেতৃত্বে ১০ থেকে ১৫ জন লোক আলমকে কিল-ঘুষি মারতে শুরু করেন। এছাড়া লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে সড়কের ওপর আলমকে ফেলে রেখে হামলাকারীরা চলে যায়। পরে ওই অটোরিকশা চালককে স্থানীয় লোকজন উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ নিয়ে অটোরিকশা চালক জাহাঙ্গীর মিয়া ও তার ভাগ্নে রুহুল আমিনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।