
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরতলির পূর্ব ইব্রাহীমপুর এলাকায় নদীভাঙনের ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া ইব্রাহীমপুর গ্রামের চলাচলের প্রধান রাস্তা সংস্কার ও রাস্তার ওপর হেলে পড়া গাছের কারণে যানবাহন ও জন চলাচলে বিঘœ সৃষ্টি হয়ে আসছে। একই সঙ্গে রাস্তার একাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছে এবং এসব সমস্যার বাস্তব চিত্র দেখতে এলাকা পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা জেরিন।
মঙ্গলবার জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ইব্রাহীমপুর গ্রাম পরিদর্শনে গেলে স্থানীয়রা রাস্তার উন্নয়নসহ বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশনায় বুধবার বিকেলে ইউএনও সুলতানা জেরিন সরেজমিনে গিয়ে রাস্তা ও নদীভাঙন এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এলাকাবাসী ইউএনও’র কাছে রাস্তা সংস্কার, গাছ অপসারণ ও নদীভাঙন রোধে স্থায়ী উদ্যোগের দাবি জানান। ইউএনও সুলতানা জেরিন তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী জুনায়েদ হাসান, স্থানীয় ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।