
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা বিএনপির একাংশের সদর উপজেলার ২নং রঙ্গারচর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে। গত ৪ অক্টোবর রঙ্গারচর ইউনিয়নের আদারবাজারে অনুষ্ঠিত সভার মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মো. তাজুদ আলী। আবু তাহের এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন আহমেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা দেওয়ান জয়নুল জাকেরীন, ব্যারিস্টার আবিদুল হক আবিদ, আবুল মনসুর মোহাম্মদ শওকত, আ ত ম পীর খালেদ, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঈনুল হক প্রমুখ।
রঙ্গারচর ইউনিয়ন বিএনপি’র ৫১ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি মো. আব্দুল হক এবং সাধারণ সম্পাদক আবু তাহের মনোনীত হয়েছেন। সাংগঠনিক পদে ছয়ফুল মিয়া এবং কোষাধ্যক্ষ পদে আনোয়ার হোসেন বাবুল মনোনীত।