ছাতকে ১৬টি ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ

আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৮:২০:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৮:২০:৪৬ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি :: ছাতকে বিভিন্ন ব্যাংক শাখার উদ্যোগে এবং সোনালী ব্যাংক শাখার আয়োজনে কৃষি ঋণ বিতরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ছাতক পৌরসভা অডিটোরিয়ামে বিভিন্ন ব্যাংক শাখার গ্রাহকদের মধ্যে এসব ঋণ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। অনুষ্ঠানে ১৬টি ব্যাংক শাখার উদ্যোগে উপজেলার ৬৭ জন কৃষকের মধ্যে ৬৭ লক্ষ ৬২ হাজার টাকা প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। ঋণ বিতরণ উপলক্ষে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ডাচ্ বাংলা ব্যাংক ছাতক শাখার ম্যানেজার শামস মো. জাবেদ সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠিত কৃষি ঋণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক মোহাম্মদ খালেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক (পিএলসি) সিলেট প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. আলী আশরাফ আবু তাহের, সোনালী ব্যাংক সিলেটের জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র বিশ্বাস, জনতা ব্যাংক (পিএলসি) সিলেটের জেনারেল ম্যানেজার মো. রবিউল আলম, বাংলাদেশ ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার খোরশেদ আলম, বাংলাদেশ ব্যাংক (কৃষি ঋণ) সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক সুব্রত তালুকদার, ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সোনালী ব্যাংক (পিএলসি) ডেপুটি ম্যানেজার হিমাংশু আচার্য্য, জনতা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ডেপুটি ম্যানেজার বিজিত লাল সোম, বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ ফয়জুর রহমান শহীর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক মোহাম্মদ খালেদ আহমদ বলেন, এখন যে কোন ব্যাংক থেকেই কৃষকরা ১০ টাকার কৃষি একাউন্টের মাধ্যমে প্রকাশ্যে কৃষি ঋণ পেয়ে যাবেন। কৃষি ঋণ পেতে কোন মাধ্যম ছাড়াই সরাসরি প্রকৃত কৃষক ভাই-বোনেরা ব্যাংক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেলেই কম সুদে কৃষি ঋণ পেয়ে যাবেন। এসব ঋণ গ্রহণে প্রান্তিক কৃষকদের উৎসাহ করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। সভার শুরুতে পবিত্র কোর আন তেলাওয়াত করেন উত্তরা ব্যাংক ছাতক শাখার কর্মকর্তা মোহাম্মদ তোহা ও পবিত্র গীতাপাঠ করেন পল্লী ব্যাংক শাখার কর্মকর্তা বকুল দেবনাথ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com