সুরমা ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৮:১০:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৮:৩৭:২৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুরমা ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট বাজারে সুরমা নদীর তীরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হোসেন আলী এবং সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক। সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ.স.ম. খালিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জয়নুল জাকেরীন, আবুল মনসুর মো. শওকত এবং ব্যারিস্টার আবিদুল হক আবিদ।
এছাড়া বক্তব্য রাখেন পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে মানুষের সম্মান ও মর্যাদা ফিরে আসবে। বিএনপি রাষ্ট্র বিনির্মাণে অঙ্গীকারবদ্ধভাবে দায়িত্ব পালন করে যাবে। তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা বিএনপিকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com