
স্টাফ রিপোর্টার ;:
পবিত্র কোরআন অবমাননাকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের ফাঁসির দাবিতে দিরাইয়ে বিক্ষোভ মিছিল করেছেন সর্বস্তরের তৌহিদি জনতা।
মঙ্গলবার বাদ জোহর থানা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা পয়েন্টে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
হাফিজ কয়েস আহমদ-এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তীতে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা ওবায়দুল হক চৌধুরী, মাওলানা এনামুল হক, মাওলানা হেলাল আশরাফ আলী, মাওলানা মোস্তাফিজুর রহমান রাজু প্রমুখ। বক্তারা বলেন, অপূর্ব পাল কোরআন অবমাননা করেছে। তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে।