
বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণের পিতা প্রয়াত সুশীল কুমার বর্মণের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) উপজেলা সদর কৃষ্ণনগর গ্রামে তাঁর নিজ বাড়িতে পারিবারিকভাবে গীতাযজ্ঞসহ ধর্মীয় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে মৃত্যুবার্ষিকী পালিত হয়।
সুশীল কুমার বর্মণ একজন বিশিষ্ট ফুটবল খেলোয়াড় হিসাবে এলাকায় সুখ্যাতি অর্জন করেছিলেন। তিনি একজন শিক্ষানুরাগী, ধর্মপরায়ণ সামাজিক ও সৎ ব্যক্তিত্ব হিসাবে এলাকায় সুপরিচিত ছিলেন।
২০১৩ সালের ৬ অক্টোবর ৯৬ বছর বয়সে বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তার ১২তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে নিজ গ্রামবাসীসহ শুভাকাক্সক্ষী, আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। - সংবাদ বিজ্ঞপ্তি