
স্টাফ রিপোর্টার ::
৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন বিশ্বম্ভরপুর উপজেলার স্বাস্থ্য সহকারীরা। ফলে ইপিআই কার্যক্রমসহ আসন্ন টিসিভি টিকা ক্যা¤েপইন ও সকল নিয়মিত টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টা থেকে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মবিরতি শুরু হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি মো. নুরুল আমিন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ হারিস উদ্দিন, স্বাস্থ্য সহকারী মোছা. শিমুলী আক্তার, মোহাম্মদ রফিকুল ইসলাম, মো. সেলিম আহমেদ, দেব দুলাল দাস, মোছা. লিজা আক্তার, মো. শাহীন আহমদ, মো. সাদিক মিয়া, বিজয় চন্দ্র পাল প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি বাস্তায়নের জন্য আন্দোলন চালিয়ে আসলেও এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতি পালন করছেন। তারা দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।