সুপ্ত প্রতিভা খেলাঘরের উদ্যোগে বিশ্ব শিশু দিবস পালিত

আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৮:১৭:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১২:৩১:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষে নানা আয়োজনে অংশ নিয়েছে সুপ্ত প্রতিভা খেলাঘর, বড়পাড়া শাখা।
দিবসটি উপলক্ষে সোমবার সকাল ৯টায় সুপ্ত প্রতিভা খেলাঘর পাঠাগারে শিশুদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আখলাকুজ্জামান হিবলু। বক্তব্য রাখেন ফাহিমা আক্তার ডলি, রিয়া আক্তার, চাঁদনী আক্তার, মাহিমা, পরশি, মৌ, নিয়ন, জাবের প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, “শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ” - এই প্রতিপাদ্য বাস্তবায়নে সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসা প্রয়োজন। পরে সুপ্ত প্রতিভা খেলাঘরের সদস্যরা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, সুনামগঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com