স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা কারাগারে বন্দীদের বিনোদনের জন্য সাতটি ওয়ার্ডে সাতটি টেলিভিশন উপহার দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির পক্ষ থেকে এসব টেলিভিশন প্রদান করা হয়। কারা অভ্যন্তরের লিগ্যাল এইড কর্নারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও সমিতির সভাপতি মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সুচিত্রা রায়, জেলার হুমায়ুন কবীর, ডেপুটি জেলার মনির হোসেন ও কামরুজ্জামান, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা প্রবেশন কর্মকর্তা শাখাওয়াত হোসেন, বেসরকারি কারা পরিদর্শক ও দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক খলিল রহমান।
পরে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বন্দীদের হাতে নতুন সাতটি টেলিভিশন তুলে দেন। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, এক সময় বলা হতো শাস্তির জন্য মানুষকে জেলে পাঠানো হয়। এখন বলা হচ্ছে সংশোধনের জন্য পাঠানো হয়। বন্দীদের মানসিকভাবে ভাল রাখার জন্য বিনোদন ও খেলাধুলার ব্যবস্থা আছে। তাদের কর্ম দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
শফিকুল ইসলাম নামের এক কয়েদী যাবজ্জীবন কারাভোগের পর বাড়ি ফেরার সময় পুনর্বাসনে তাকে জেলা প্রশাসক ৫০ হাজার টাকা অনুদান দেন। শফিকুল ইসলাম কারাগারে দর্জির কাজ করতেন। পরে কারাগার পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।