
স্টাফ রিপোর্টার ::
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি সাজাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় মুখ্য আলোচক ছিলেন দৈনিক সুনামকণ্ঠ’র স¤পাদক ও প্রকাশক এবং সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উপদেষ্টা বিজন সেন রায়। কবিতা ও কবিতার বিভিন্ন অনুষঙ্গ নিয়ে অন্যান্যের মধ্যে আলোচনা করেন- প্রভাষক দুলাল মিয়া, আহমেদ নূর আলবাব, কবি ও শিক্ষক মোছায়েল আহমদ, সুরঞ্জিত গুপ্তরঞ্জু, সার্জেন্ট অব. জিয়াউর রহমান ও শাহ মো. কামরুজ্জামান।
গত বৃহ¯পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বহুমাত্রিক লেখক, গবেষক, রবীন্দ্র বিশেষজ্ঞ, বিশ্লিষ্ট চিকিৎসক ও ভাষাসৈনিক আহমদ রফিক মারা যান এবং সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাধারণ স¤পাদক অনুপ তালুকদারের শ্বশুর মধ্যনগর উপজেলার সাড়ারকোণা নিবাসী সাবেক ব্যাংক কর্মকর্তা বিনন্দ চন্দ্র সরকার (৭৫) গত ২৭ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠিত সপ্তাহিক সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ করেন- শাহ মো. কামরুজ্জামান, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু ও মিঠন কান্তি দাশ প্রমুখ।