হেযবুত তওহীদের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত

আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০৮:৫৬:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০৯:০৭:১৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে হেযবুত তওহীদের উদ্যোগে ‘গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তওহীদভিত্তিক রাষ্ট্রই একমাত্র সমাধান’ শীর্ষক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের কালীবাড়ি এলাকায় সুনামগঞ্জ প্রেসক্লাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ পৌর হেযবুত তওহীদের সভাপতি তুহিন মিয়া। জেলা হেযবুতের দপ্তর স¤পাদক সাদিয়া আক্তার সাবার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা হেযবুত তওহীদের সভাপতি জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সাধারণ স¤পাদক ইসমাইল হোসেন, তাহিরপুর উপজেলা সভাপতি সুলতান মিয়া এবং জেলা কৃষিবিষয়ক স¤পাদক মারফত আলী। সমাবেশে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় তওহীদভিত্তিক রাষ্ট্র ছাড়া কোনো বিকল্প নেই। দেশের কল্যাণে এবং উন্নয়নে কাজ করে যাচ্ছে এই সংগঠন। তারা বলেন, অতীতে সংগঠনের নেতৃবৃন্দ নানান নির্যাতন সহ্য করেও টিকে আছেন। যুগে যুগে এ দেশের মানুষের মুক্তির জন্য সংগঠনের নেতা-কর্মীরা হয়রানির শিকার হয়েছেন। বক্তারা বলেন, দেশের উন্নয়নে তরুণরাই অগ্রণী ভূমিকা পালন করছেন, কিন্তু নানা কৌশলে যুবসমাজকে বিপথগামী করা হচ্ছে। যুবসমাজকে রক্ষায় এবং শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় হেযবুত তওহীদ কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি আন্দোলনে যুবকরাই নেতৃত্ব দিয়ে আসছে। আজ মানুষের তৈরি আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, ফলে ঘুষ-দুর্নীতি রোধ করা সম্ভব হচ্ছে না। তাই ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা বলেন, ইসলামে নারীদের স্বাধীনতা দেওয়া হয়েছে, ধর্ম যুগে যুগে শান্তির বার্তা নিয়ে এসেছে। কিন্তু ইসলামবিরোধী কর্মকা-ের কারণে সমাজে অশান্তি সৃষ্টি হচ্ছে। সবশেষে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সব ভেদাভেদ ভুলে দল-মত নির্বিশেষে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com