গাজায় ১০ হাজারের বেশি শিশু চিরস্থায়ী শারীরিক ক্ষতির শিকার

আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৯:১৮:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৯:১৮:৪৮ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও) জাতিসংঘের এক ব্রিফিংয়ে জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১ লাখ ৬৭ হাজার মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে প্রায় ৪২ হাজারের আঘাত এত গুরুতর যে, তাদেরকে আজীবন ‘জীবন পরিবর্তনকারী’ আহত অবস্থায় কাটাতে হবে। আর আহত শিশুর সংখ্যা ১০ হাজারের বেশি। ডবিøউএইচও প্রতিনিধি রিক পিপারকর্ন জানান, এখন পর্যন্ত ৫ হাজারেরও বেশি মানুষের অঙ্গহানি (হাত-পা কেটে ফেলা হয়েছে) হয়েছে। আরও রয়েছে প্রায় ২২ হাজার হাত-পায়ের আঘাত, ২ হাজারের বেশি মেরুÐের আঘাত এবং ১ হাজার ৩০০ মস্তিষ্কের আঘাত। তিনি বলেন, গাজার স্বাস্থ্য ব্যবস্থা এখন প্রায় ভেঙে পড়ার অবস্থায়। ৩৬টি হাসপাতালের মধ্যে মাত্র ১৪টি আংশিকভাবে চালু আছে। সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার ৯০ শতাংশ কর্মী স্থানত্যাগ করেছেন। এছাড়া গাজায় চিকিৎসার জন্য প্রয়োজনীয় সামগ্রীতেও মারাত্মক সংকট দেখা দিয়েছে। যেমন- গজ, রক্ত দেওয়ার উপকরণ ও রক্তের ব্যাগের সংকট রয়েছে। ডবিøউএইচও এসব সংগ্রহ করলেও সেগুলো গাজায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। কারণ প্রবেশপথগুলো অনেক সময় বন্ধ থাকে। ডবিøউএইচওর এই সতর্কবার্তা গাজায় ভয়াবহ মানবিক সংকটের চিত্র স্পষ্ট করে তুলছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com