দোয়ারাবাজারে ৬ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৮:৫০:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৮:৫০:১৮ পূর্বাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে নিখোঁজের ছয় দিনেও সন্ধান মিলেনি কলাউড়া ফাযিল (ডিগ্রি) মাদ্রসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হাসাইন আহমদের (১৪)। উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঢালিয়া গ্রামের প্রবাসী কবীর হোসেনের ছেলে হাসাইন গত ২৮ সেপ্টেম্বর বিকেলে সহপাঠী আবিরের সঙ্গে খেলতে বের হয়। পরে দুজনই নিখোঁজ হয়। আবিরকে একদিন পর ছাতক রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার করা হলেও হাসাইনের খোঁজ মেলেনি। আবির জানায়, তারা ছাতক হয়ে সিলেটে যায় এবং শাহজালাল (রহ.) মাজারে রাত কাটায়। সেখানে অপরিচিত দুইজন কিশোর তাদেরকে রেলস্টেশনে নিয়ে যায়। পরে কৌশলে ছাতকে চলে আসে আবির। একজন ফিরে এলেও হাসাইন এখনো ফেরেনি। হাসাইনের মা শাহীনূর বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার সন্তানের সন্ধান চাই। ৬ দিন পার হয়ে গেছে এখনো কোন খোঁজ নেই। এ দিকে নিখোঁজ হাসাইনের খোঁজ না পেয়ে ভেঙে পড়েছেন তার মা-বাবা। পরিবারের পক্ষ থেকে যেকোনো তথ্য পেলে হাসাইনের মামার মোবাইল নাম্বারে (০১৭৫০১৮৭৫৩৮) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, দু’জনেই স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে সিলেটে গিয়েছিল, আবির ফিরে এলেও সে এখনো আসেনি জেনেছি। এ বিষয়টি আমরা নজরে রেখেছি।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com