পূজামন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৬:৪৪:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৬:৫৩:৪২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিন মহাসপ্তমীতে সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
সোমবার সন্ধ্যায় তিনি পূজামন্ডপগুলো ঘুরে দেখেন এবং আয়োজক ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
এ সময় জেলা প্রশাসক পূজামন্ডপ কমিটির সদস্য ও আগত ভক্তদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com