‎জামালগঞ্জে 'উন্নতি সঞ্চয় ঋণদান সমবায় সমিতির' শিক্ষা উপকরণ ও  বস্ত্র বিতরণ

আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৬:২২:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৬:৫০:৪৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:: ‎
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উন্নতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে  শিক্ষা উপকরণ ও দূস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। ‎
সোমবার বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের সাচনা গ্রামের মিলন যুব সংঘ মন্দিরে আলোচনা সভা পরবর্তী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। ‎আলোচনা সভায় উন্নতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নিলুৎপল তালুকদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, সমিতির পরিচালক দিলীপ কুমার মজুমদার। ‎এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হানিফ মিয়া, সাচনা মিলন যুব সংঘের সহ-সভাপতি স্বপণ কুমার দাস, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য রবিন্দ্র কুমার দাস। ‎
ডা. লিটন দেবনাথ ও হরিধন তালুকদারের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য দেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সদস্য সুবোধ তালুকদার, মিলন যুব সংঘের কোষাধ্যক্ষ মন্তোষ দাস, সমিতির সদস্য প্রাণেশ শীল, রঞ্জিত কুমার দাস, প্রমুখ। ‎
অনুষ্ঠানে উপজেলার বিভিন প্রাথমিক বিদ্যালয়ের  মেধাবী ৫৫ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ৫০ জন দুস্থ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। ‎

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com