স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরের পূর্ব সুলতানপুর এলাকায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাটি ঘটে। আহত মো. রহমত আলী (৪২) সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের কর্মচারী। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রহমত আলী সদর মডেল থানায় হামলাকারীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
আহত রহমত আলী জানান, মঙ্গলবার বিকেলে আমি বাড়িতে গিয়ে দেখি ডাক্তার আলমগীর সাহেবের জমিতে আমার বড়ভাই মহব্বত আলীর ছেলে ফাহিম মিয়া (১৫) কয়েকটি ফলজ গাছ রোপণ করেছে। ভাতিজাকে ডেকে এনে আমি জিজ্ঞেস করি এই গাছ কে রোপণ করেছে। প্রশ্নের উত্তরে সে বলেছে- আমি লাগিয়েছি। তখন আমি তাকে বুঝিয়েছি এই জমি প্রায় ২৫ বছর আগে তোর দাদা আলমগীর সাহেবের কাছে বিক্রি করেছেন। গাছ লাগিয়েছিস কেন? তখন সে বলে, আমার জমিতে আমি গাছ লাগিয়েছি পারলে কিচ্ছু করিলাউ। কথা কাটাকাটির এক পর্যায়ে সে আমাকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে সদর মডেল থানার ওসি (তদন্ত) ওয়ালী আশরাফ খান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।