সুনামগঞ্জে 'ধর্ষণ মামলায়' আসামিদের শাস্তির দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০১:২০:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০১:২৭:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:: ‎
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের ইসলামপুর গ্রামের এক ধর্ষণ মামলার আসামিদের শাস্তির দাবি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কিশোরীর পরিবার।
সোমবার সকাল ১১টায় শহরের একটি  কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‎লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গত ২১ আগস্ট  বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে ইসলামপুর গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে আরিফ মিয়া (১৯) একই গ্রামের ১৭ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে।
এসময় ধর্ষকের সহযোগী সাজাউর মিয়ার ছেলে শাহিন মিয়া (২২) মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। ঘটনাস্থল ছিল শাহিন মিয়ার বসতঘর। এসময় ধর্ষিতার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

সংবাদ সম্মেলনে ধর্ষিতার বাবা জানান, তিনি একজন দিনমজুর। তার চার সন্তান এবং চার ভাই-বোনের মধ্যে মেয়ে বড়। ঘটনার দিন ধর্ষিতা তার ছোট ভাইকে নিয়ে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনার শিকার হন। ‎তিনি বলেন, ঘটনার পর প্রথমে তারা স্থানীয় প্রভাবশালী ও আত্মীয় আতাউর রহমানকে অবগত করলেও কোনো সমাধান মেলেনি। মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ২৩ আগস্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চলতি মাসের ২ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এরপর থেকে ধর্ষক আরিফ মিয়ার আত্মীয়-স্বজনরা ভুক্তভোগী পরিবারকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ‎
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করে বলেন, গত ২১ সেপ্টেম্বর রবিবার সকালে আরিফ মিয়াকে আদালতে হাজির করার সময় তার মামা আতাউর রহমান মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে বলেন, 'আমার ভাগ্না নির্দোষ প্রমাণিত হলে ভয়াবহ কারবালার মাঠ হবে, সেই মাঠের খুঁটি তুমিও হবে।' এ হুমকিতে তাদের পরিবার আরও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। ‎সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি ধর্ষিতার পরিবারকে প্রতিনিয়ত বিভিন্ন ভাবে ভয়-ভীতি ও হুমকি-ধমকি দিচ্ছে ধর্ষকের পরিবার। এতে প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন তিনি। ‎
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সালিশ ব‍্যক্তিত্ব মোসাদ্দেক হোসেন, মেয়ের নানা আক্কাছ মিয়া প্রমূখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com