
স্টাফ রিপোর্টার ::
‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জের সহযোগিতায় পালিত হলো আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫। রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, সম্প্রতি সনাক-টিআইবি জরিপে সরকারি দপ্তরসমূহের তথ্য হালনাগাদে ঘাটতি ধরা পড়ায় প্রতিটি দপ্তরকে শতভাগ তথ্য হালনাগাদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, অবাধ তথ্য প্রবাহ দুর্নীতি হ্রাসে সহায়ক এবং জনগণের সর্বোচ্চ সুফল নিশ্চিত করবে।
সভায় সনাক-টিআইবির সাবেক সভাপতি ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে তথ্য অধিকার আইন-২০০৯ কার্যকর বাস্তবায়নে নাগরিক অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিতকরণে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। বক্তারা বলেন, আইনটি পাশ হলেও সমন্বিত উদ্যোগের অভাব, রাজনৈতিক প্রভাব ও সরকারের সদিচ্ছার ঘাটতিতে কার্যকর বাস্তবায়ন ব্যাহত হয়েছে।
এদিকে দিবসটি উপলক্ষে সুনামগঞ্জ ইয়েস গ্রুপ শহরের বিভিন্ন স্থানে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক ক্যাম্পেইন পরিচালনা করে। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত এ ক্যা¤েপইনে ১৮২ জন সেবাগ্রহীতা শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও ইউনিয়ন পরিষদ সম্পর্কিত বিভিন্ন সেবা বিষয়ে তথ্য ও পরামর্শ গ্রহণ করেন।
ক্যাম্পেইনে নেতৃত্ব দেন ইয়েস দলনেতা পার্থ সাহা ও সহ-দলনেতা খাদিজা চৌধুরী মনি। এ সময় ইয়েস সদস্য রেহেনা বেগম, অর্পিতা তালুকদার রিয়া, পারমিতা রায় ও খাদিজা আক্তার তাজবী অংশ নেন।