
ছাতক প্রতিনিধি ::
ছাতকে যৌথবাহিনীর অভিযানে দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের বাসিন্দা ও দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালিকের বাড়ি থেকে একটি দেশীয় রিভলবার, একটি পাইপগান, দুইটি কার্তুজ এবং ৭টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ভোর রাতে পরিত্যক্ত অবস্থায় বাড়ির একটি খড়ের ঘর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মো. আব্দুল খালিক খুরমা গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সেনাবাহিনীর টহল টিমের সাথে অস্ত্র উদ্ধারে ছাতক থানার এসআই সৈয়দ গোলাম সারোয়ার ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম খান জানান, উদ্ধারকৃত অস্ত্র জব্দ তালিকামূলে ছাতক থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় জিডি (নং ১২৩৭) করা হয়েছে।
ছাতকে যৌথবাহিনীর অভিযানে দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের বাসিন্দা ও দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালিকের বাড়ি থেকে একটি দেশীয় রিভলবার, একটি পাইপগান, দুইটি কার্তুজ এবং ৭টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ভোর রাতে পরিত্যক্ত অবস্থায় বাড়ির একটি খড়ের ঘর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মো. আব্দুল খালিক খুরমা গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সেনাবাহিনীর টহল টিমের সাথে অস্ত্র উদ্ধারে ছাতক থানার এসআই সৈয়দ গোলাম সারোয়ার ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম খান জানান, উদ্ধারকৃত অস্ত্র জব্দ তালিকামূলে ছাতক থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় জিডি (নং ১২৩৭) করা হয়েছে।