
স্টাফ রিপোর্টার ::
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শতাধিক নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকাল আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দ্রীয় কমিটি, শ্রী অদ্বৈত ভূমি সুনামগঞ্জের আয়োজনে শহরের পশ্চিম নতুনপাড়া রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে উপহার স্বরূপ এই বস্ত্র বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা হিমাদ্রি রায় প্রান্ত, সাধারণ সম্পাদক কিরণ রায় বাপন, কোষাধ্যক্ষ বিজয় বণিক জয়, সদস্য দুলাল দে, সুদিপ পাল, গৌরব দত্ত, বিনয় রায়, সৌরভ সরকার, দিব্য রায়, সনি রায়, নিশা চন্দ, লিপি রায়, মাধবী তালুকদার প্রমুখ।