
দিরাই প্রতিনিধি ::
গ্রাম্য আধিপত্যের জের ধরে দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত সরলা বেগম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলার রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামের আলী আকবরের স্ত্রী।
এলাকাবাসী জানান, ওই গ্রামের গোলাপ মিয়া ও ফিরুজ মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তারসহ মসজিদের ফান্ড ও গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ চলছিল। গত সোমবার খেয়ানৌকা পারাপারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহত ২৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে আহত সরলা বেগমের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। এলাকাবাসী আরও জানান, সরলা বেগমের মৃত্যুর সংবাদে গ্রেফতার আতঙ্কে বর্তমানে জাহানপুর গ্রাম পুরুষশূন্য।
গ্রামের একাধিক ব্যক্তির সাথে আলাপ করলে তারা জানান, সোমবার দুপক্ষের মারামারির পর দু’পক্ষই আহতদের চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিলেন। এর মধ্যে সরলা বেগমের মৃত্যুতে গ্রামে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। এছাড়া হামলা-পাল্টা হামলার ঘটনাও ঘটতে পারে। কোন সময় কি হয় বলা যায়না। গ্রাম পুরুষশূন্য হলেও সরলা বেগমের মৃত্যুর ঘটনায় কি হবে এ নিয়ে আমরা শঙ্কিত। এর আগে অনেকবার দুপক্ষের মাঝে মারামারি হলেও এমন ঘটনা ঘটেনি। জানিনা তাদের আধিপত্যের লড়াইয়ে শেষ পরিণতি কি হবে?
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, সরলা বেগমের মৃত্যুর সংবাদ পেয়েছি। গ্রামের পরিবেশ শান্ত রাখতে ঘটনাস্থল থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।