
ছাতক প্রতিনিধি ::
ছাতকে পুলিশের অভিযানে আবারও গ্রেপ্তার হলেন ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওলাদ হোসেন মাস্টার। তিনি ভাতগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নানের গেলে ও ছাতক উপজেলা কৃষক লীগের আহবায়ক।
বৃহস্পতিবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খানের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে থানার উপ-পরিদর্শক মোফাখখারুল ইসলাম এক অভিযান পরিচালনা করে উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক করেন।
পুলিশ জানায়, আওলাদ হোসেন মাস্টার ছাতক থানার মামলা নং-২৮ (৭) ২৫ এর আসামি। শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম খান আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।