ছাতকে ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন গ্রেপ্তার

আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৯:০৯:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৯:০৯:০৬ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি :: ছাতকে পুলিশের অভিযানে আবারও গ্রেপ্তার হলেন ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওলাদ হোসেন মাস্টার। তিনি ভাতগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নানের গেলে ও ছাতক উপজেলা কৃষক লীগের আহবায়ক। বৃহস্পতিবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খানের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে থানার উপ-পরিদর্শক মোফাখখারুল ইসলাম এক অভিযান পরিচালনা করে উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক করেন। পুলিশ জানায়, আওলাদ হোসেন মাস্টার ছাতক থানার মামলা নং-২৮ (৭) ২৫ এর আসামি। শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম খান আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com