
বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধি নির্বাচনে আংশিক পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) ব্যবস্থা নি¤œকক্ষে এবং পূর্ণ পিআর ব্যবস্থা উচ্চকক্ষে চালুর দাবিতে বিশ্বম্ভরপুরে খেলাফত মজলিসের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি মাওলানা নূর আহমদ। সাধারণ স¤পাদক মাওলানা মীর হেদায়েত উল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা মোশাররফ হোসেন মুস্তাফা, হাজি আবুল বাশার, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা নুরুল হাসান ও মাওলানা জুনাঈদ আহমদ।
বক্তারা বলেন, জনগণের প্রকৃত মতামত ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংসদে পিআর ব্যবস্থা চালু করা সময়ের দাবি।