
স্টাফ রিপোর্টার ::
ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির আওতায় সুনামগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টরা জানান ‘মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধি করুন এবং মশার উৎপত্তিস্থল দূরীকরণে নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে টানা দুই দিনব্যাপী পৌর এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। পাশাপাশি শহরের আবাসিক এলাকায় সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়।
বৃহস্পতিবার পৌরসভার আদালত চত্বর এলাকায় হাজীপাড়া, নতুনপাড়া, ষোলঘর, ট্রাফিক পয়েন্টসহ বিভিন্ন স্থানে ড্রেনে জমে থাকা পানি ও বর্জ্য অপসারণ করা হয়।
এই কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।
কর্মসূচিটি যৌথভাবে আয়োজন করে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়) এবং র্ব্যাক। ব্র্যাকের পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে সুনামগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়ক মো. শাহ আলম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক শাহ আলম, ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস. এম. তরিকুল ইসলামসহ ইউনিয়ন পর্যায়ের ব্র্যাক কমিউনিটি হেলথ ওয়ার্কারগণ।