মুশতাক আহমদ হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৯:৩০:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৯:৩২:০৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার বিকেলে উপজেলা জমিয়ত ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত। বিক্ষোভ মিছিল পরবর্তী শান্তিগঞ্জ পয়েন্টে উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াছ আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহাঙ্গীর খাঁনের পরিচালায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের উপদেষ্টাম-লীর সদস্য শায়খ মাওলানা ইছকন্দর আলী, উপজেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল্লাহ, সহ সভাপতি মুফতি মুনাজির আহমদ, মাওলানা মহসিন উদ্দিন, মইনপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মামুনুর রশীদ, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল হক, অর্থ সম্পাদক জাকারিয়া মাহবুব, হাজী আব্দুল মজিদ মসজিদের ইমাম জমিয়ত নেতা হাফিজ জুবায়ের আহমদ, কামরূপদলং মাদ্রাসার শিক্ষক মাওলানা জিয়া উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা যুব জমিয়তের সভাপতি গাজী আবুল কালাম, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি ছালিক বিন রফিক, সাধারণ সম্পাদক মাহমুদল হাসান, ইসলামি আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ইমাম মুয়াজ্জিন পরিষদের শান্তিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com