
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার চান্দালীপাড়া গ্রামের একটি বসতঘরের ভেতর থেকে গাঁজাসহ রুজিনা আক্তার (২৯) ও চান মিয়া (৪০) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বলেন, উপজেলার চান্দালীপাড়া গ্রামের রুজিনা আক্তারের বসতঘরে তিনি তার সহযোগী চান মিয়াকে নিয়ে গাঁজা বেচাকেনা করছেন এমন খবর পেয়ে অভিযান চালিয়ে ৩২০ গ্রাম গাঁজাসহ এই দুইজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। বুধবার সকালে এই দুইজনকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।