‎জামালগঞ্জে ভারতীয় মদের চালানসহ যুবক গ্রেফতার

আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৫:৫৬:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৫:৫৭:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:: ‎
সুনামগঞ্জের জামালগঞ্জে ভারতীয় মদের চালানসহ মো.রাসেল মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
‎সোমবার রাতে উপজেলার বেহেলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের গ্রেফতারকৃত রাসেল মিয়ার বসতঘর থেকে ভারতীয় ৯০ বোতল এসি ব্লাক মদসহ ১জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক উপজেলার বেহেলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের জুম্মাত মিয়ার ছেলে। ‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানা পুলিশের এসআই পঙ্কজ ঘোষের নেতৃত্বে গ্রেফতারকৃত রাসেল মিয়ার বসতঘরে অভিযান পরিচালনা করে ভারত থেকে নিয়ে আসা মদ বসত ঘরে মজুদ রাখে। খবর পেয়ে পুলিশ বসতঘরে তল্লাশী চালিয়ে ৯০ বোতল এসি ব্ল্যাক মদ জব্দ করে ঘটনাস্থল থেকে রাসেল মিয়াকে আটক করে। জড়িত বাকি দুজন পালিয়ে যায়। জব্দকৃত মাদকের বাজার মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।
‎জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিসহ তিন জনকে আসামী করে জামালগঞ্জ  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com