‎জামালগঞ্জে পূবালী ব্যাংক শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৫:৫০:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৮:২৩:৫৫ অপরাহ্ন
‎স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জে 'পূবালী ব্যাংক পিএলসি' শাখার উদ্যোগে স্কুল ও পাই ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‎
মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হলরুমে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ‎সভায় জামালগঞ্জ পূবালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. মোখলেসুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সুজিত রঞ্জন দে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন, প্রভাষক পংকজ কুমার বর্মন, সাচনা বাজার উপ-শাখা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন মন্ডল। ‎
এসময় আরো উপস্থিত ছিলেন, জামালগঞ্জ শাখার অপারেশন ম্যানেজার মলয় কান্তি দাস, সাচনা বাজার উপশাখার ডেপুটি জুনিয়র অফিসার আনিসুল হক চৌধুরী মুন ও উভয় শাখার কর্মকর্তা কর্মচারীগন। ‎

এসময় বক্তারা বলেন, পূবালী ব্যাংক শুরু থেকেই বাংলাদেশের অর্থনীতিতে এক বিশাল ভূমিকা রাখছে। আধুনিক এই যুগে অন্যান্য গ্রাহকদের পাশাপাশি দেশের সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আমাদের ডিজিটাল সেবার আওতায় আনার লক্ষে একযোগে কাজ করে যাচ্ছে পূবালী ব্যাংক। ‎তারই ধারাবাহিকতায় পাই ও ব্যাংকিং ক্যাম্পেইনের মাধ্যমে আজ আমরা আপনাদের এই কলেজে আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা দেওয়া এবং বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে সহায়ক ব্যাংকিং সুবিধা তুলে ধরার জন্য এসেছি। ‎এছাড়াও শিক্ষার্থীরা পূবালী ব্যাংক পিএলসির মাধ্যমে কিভাবে ডিপোজিট ও স্কুল ব্যাংকিং করবেন এবং জীবনে চলার পথে ডিপোজিট ও স্কুল ব্যাংকিং কি কি উপকারে আসবে এবং জীবনে চলার পথ কতটা সহজ হয়ে যাবে এসব বিষয়ে আলোচনা করা হয়। এসময় অনুষ্ঠানে কলেজের প্রায় শতাধিক ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com