
স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে গত রবিবার (২১ সেপ্টেম্বর) চক্ষু ক্যা¤প অনুষ্ঠিত হয়েছে। ডাচ-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে দৃষ্টি প্রকল্পের আওতায় ভার্ড চক্ষু হাসপাতাল, ইকবালনগর, সুনামগঞ্জের উদ্যোগে এ ক্যা¤েপ মোট ২২ জন দরিদ্র রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হয়।
অভিজ্ঞ সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. বি.কে.এম. সানোয়ার আধুনিক প্রযুক্তিতে লেন্স প্রতিস্থাপনের মাধ্যমে সফলভাবে রোগীদের অপারেশন স¤পন্ন করেন। অপারেশনের পর সকল রোগী স্বাভাবিক দৃষ্টি ফিরে পান।
রোগীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ ও কর্মকর্তা প্রত্যয় ভট্টাচার্য। এসময় উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক অসহায় মানুষের চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান করে আসছে। তিনি আরও জানান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিনের আন্তরিক সহযোগিতায় এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম সুনামগঞ্জেও সম্ভব হচ্ছে।
রোগী ও তাদের স্বজনরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে ভার্ড চক্ষু হাসপাতাল ও ডাচ্-বাংলা ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।