
স্টাফ রিপোর্টার ::
৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি’র প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় প্রতিযোগিতার সার্বিক দিক, ভেন্যু ব্যবস্থাপনা এবং অংশগ্রহণকারীদের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, আগামী বছর অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে। সভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে প্রতিযোগিতা স¤পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। আমরা আশা করি, এই প্রতিযোগিতা আমাদের শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।