
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা তরুণ দলের উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলফাত স্কয়ারে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা তরুণ দলের সভাপতি আবুল ফজল আকাশের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মো. মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবদল নেতা সোহেল আহমদ, জেলা যুবদলের সাংগঠনিক স¤পাদক কামরুল ইসলাম রাজু।
বক্তারা বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে তরুণ দলের নেতাকর্মীরাই রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী দিনে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত থাকতে হবে।
এসময় উপস্থিত নেতাকর্মী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা তরুণ দলের সিনিয়র সহ-সভাপতি শাহিনূর আলম, সহ-সাধারণ স¤পাদক আব্দুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ প্রমুখ।