
স্টাফ রিপোর্টার :: সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক অনুপ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় মুখ্য আলোচক ছিলেন দৈনিক সুনামকণ্ঠ’র স¤পাদক বিজন সেন রায়। অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রভাষক দুলাল মিয়া, প্রভাষক মোহাম্মদ হাবীবুল্লাহ আছকির তালুকদার,আহমেদ নূর আলবাব, প্রভাষক মোশাররফ হোসেন বাবলু, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, অবসরপ্রাপ্ত সার্জেন্ট জিয়াউর রহমান ও শাহ মো. কামরুজ্জামান । অনুষ্ঠিত সাপ্তাহিক সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ করেন আহমেদ নূর আলবাব, মোহাম্মদ হাবীবুল্লাহ আছকির তালুকদার, শাহ মো. কামরুজ্জামান, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, বিকাশ চন্দ ও আলমগীর শাহ। গান পরিবেশন করেন আদিল আরমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তানভীর আহমেদ, আবু জাকের প্রিন্স প্রমুখ।