ভাস্কর-এর স্মরণসভা

অধ্যাপক প্রশান্ত কুমার সাহা ছিলেন প্রথিতযশা শিক্ষাবিদ

আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০৯:১০:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০৯:১০:৫০ পূর্বাহ্ন
লিটল ম্যাগাজিন ভাস্কর-এর উপদেষ্টা এবং নিয়মিত লেখক-কবি অধ্যাপক প্রশান্ত কুমার সাহা’র আকস্মিক মৃত্যুতে ‘ভাস্কর’-এর আয়োজনে এক স্মরণসভায় বক্তারা বলেছেন, প্রশান্ত কুমার সাহা ছিলেন শ্রীহট্টবান্ধব একজন প্রথিতযশা শিক্ষাবিদ। দীর্ঘদিন সিলেট মুরারিচাঁদ কলেজে অধ্যাপনা এবং সুদীর্ঘ ৪৮ বছর সিলেটে অবস্থান করায় তিনি সিলেটের সকল স্তরের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা লাভ করেছিলেন। বক্তারা তাঁর স্মৃতির প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় সিলেট নগরীর বারুতখানাস্থ মনির ম্যানশনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট গল্পকার জামান মাহবুব। মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ। ভাস্কর স¤পাদক কবি পুলিন রায়ের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ভাস্কর-এর স¤পাদনা সহযোগী মো. নিয়াজ উদ্দীন, কবি-স¤পাদক সুমন বণিক, অধ্যাপক হিমাংশু রঞ্জন দাস, লেখক অমিতা বর্ধন, অধ্যাপক জান্নাত আরা খান, কবি-সংগঠক ধ্রুব গৌতম, কবি মনজুর মোহাম্মদ, কবি নামব্রম শংকর, শিক্ষক হিমাংশু রায় হিমেল, কবি আলাউদ্দিন তালুকদার, কবি সন্তোষ রঞ্জন পাল, অভিনয় সরকার প্রমুখ। অনলাইনে কথা বলেন অধ্যাপক প্রশান্ত কুমার সাহার জ্যেষ্ঠপুত্র অস্ট্রেলিয়া প্রবাসী পার্থ প্রতীম সাহা ও কনিষ্ঠ কন্যা বাসবী রানী। উল্লেখ্য, ভাস্কর - প্রকাশন থেকে ইতোপূর্বে কবি-লেখক প্রশান্ত কুমার সাহার দুইটি কবিতা বই ও একটি গদ্যবই বেরিয়েছে। স্মরণসভায় প্রশান্ত কুমার সাহাকে নিয়ে ভাস্কর ও অমিয় সাহিত্য পরিষদ থেকে একটি সমৃদ্ধ স্মারকগ্রন্থ বের করার উদ্যোগ নেয়া হবে বলে ভাস্কর স¤পাদক পুলিন রায় জানান। এতে সকলের সহযোগিতা কামনা করা হয়। - সংবাদ বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com