
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে তিনজনকে ৯০ দিন করে বিনাশ্রম কারাদন্ড- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিপুর নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু।
জানা গেছে, উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শান্তিপুর নদী থেকে বালুখেকো চক্রের প্ররোচনায় শ্রমিকরা অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করছিল। এসময় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাদের তিন মাসের কারাদন্ড দেওয়া হয়।
দন্ড-প্রাপ্তরা হলেন- বড়দল দক্ষিণ ইউনিয়নের গাজীপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (২২), একই গ্রামের মজনু মিয়ার ছেলে মো. জাকির হোসেন (২২) এবং বড়দল উত্তর ইউনিয়নের বারেকটিলা গ্রামের হযরত আলীর ছেলে মো. জুলহাস মিয়া (২৩)। তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনিয়মকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। অনিয়ম প্রতিরোধে জনগণও তথ্য দিয়ে সহযোগিতা করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, দন্ড-প্রাপ্তদের শুক্রবার সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।