বিপাকে নিম্ন আয়ের মানুষ, বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে হবে

আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০৮:১৫:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০৮:১৫:৫৫ পূর্বাহ্ন
টানা বর্ষণে সুনামগঞ্জসহ সারাদেশের সবজি বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধি দেখা দিয়েছে। ভোক্তাদের নিত্যসঙ্গী সবজির দাম যেখানে ৭০-৮০ টাকার নিচে কোনোভাবেই নামছে না, সেখানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে তিনশত টাকায়। টমেটো, বেগুন, শিম, করলা, কাকরুল - সবকিছুই যেন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। নি¤œ আয়ের মানুষের জন্য এ যেন মরার উপর খাঁড়ার ঘা। প্রতিদিনের আয় দিয়ে সংসার চালানো দিনমজুর বা অল্পবেতনের চাকরিজীবীরা সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন। মাছ-মাংস তো অনেক আগেই তাদের নাগালের বাইরে চলে গেছে, এখন ভরসার শেষ ভরসা সবজিও হয়ে উঠেছে বিলাসিতা। অন্যদিকে, বিক্রেতাদের যুক্তি - ভারি বৃষ্টিতে অনেক সবজি ক্ষেত নষ্ট হওয়ায় সরবরাহ কমে গেছে, পাইকারি বাজারেও সবজির আমদানি হ্রাস পেয়েছে। ফলে খুচরা বাজারে স্বাভাবিকভাবেই দাম বেড়েছে। তবে প্রশ্ন হচ্ছে, এ ধরনের মৌসুমি অজুহাতের আড়ালে বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা কোথায়? কৃষিজ উৎপাদন হঠাৎ কমে গেলে দাম কিছুটা বাড়তেই পারে, কিন্তু দফায় দফায় অস্বাভাবিক দাম বৃদ্ধি বাজারে কারসাজির ইঙ্গিতও দেয়। কৃষক থেকে ভোক্তার কাছে পৌঁছানোর পথে একাধিক দালালি চক্র সক্রিয় থাকে। ফলে কৃষক যে দামে বিক্রি করেন, ভোক্তা তার বহুগুণ বেশি দামে কিনতে বাধ্য হন। এ অবস্থায় করণীয়- প্রথমত, স্থানীয় প্রশাসনের তদারকি বাড়াতে হবে। বাজার মনিটরিং জোরদার করলে অসাধু ব্যবসায়ীদের কারসাজি রোধ করা সম্ভব। দ্বিতীয়ত, কৃষকদের উৎপাদিত সবজি সরাসরি বাজারজাতকরণের জন্য উদ্যোগ নিতে হবে। কৃষক ও ভোক্তার মধ্যে অপ্রয়োজনীয় দালালদের আধিপত্য ভাঙা জরুরি। তৃতীয়ত, মৌসুমভিত্তিক সবজি সংরক্ষণে কোল্ড স্টোরেজ ও আধুনিক অবকাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি। নি¤œ আয়ের মানুষের ভরসা হয়ে ওঠা সবজির বাজারে যদি নিয়ন্ত্রণ আনা না যায়, তবে তা সামাজিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়াতে পারে। সরকারকে অবশ্যই দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। মানুষের মৌলিক খাদ্য চাহিদা নিশ্চিত করা শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটি নৈতিক দায়িত্বও।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com