পূজায় কোনো ধরনের হামলার হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৯:০৬:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৯:০৬:১২ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্নে হবে বলে আশা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। কোনো ধরনের কোনো হামলা, হুমকি নেই। বুধবার (১৭ সেপ্টেম্বর) রমনা কালিমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। এ সময় তিনি এবছরের পূজা মন্ডপের সংখ্যা বৃদ্ধি, বাজেট বাড়ানো, নিরাপত্তা নিশ্চিতে অ্যাপস প্রণয়নের তথ্য তুলে ধরেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রস্তুতি কেমন, তা দেখতে আমি এখানে এসেছি। গতবারের চেয়ে এবারের পূজা আরও ভালোভাবে হবে এবং উৎসবমুখর হবে। তিনি বলেন, এটি একটি ধর্মীয় অনুষ্ঠান। এর পবিত্রতা বজায় রাখতে হবে। আশা করব, এবারের পূজা নির্বিঘ্নে হবে, উৎসবমুখর হবে। উপদেষ্টা বলেন, গতবার থেকে এবার ছুটি একদিন বাড়ানো হয়েছে। পূজা মন্ডপের সংখ্যা বাড়ানো হয়েছে। পূর্বে সরকার ২ কোটি টাকা দিত। গতবার ৪ কোটি টাকা দিয়েছে। এবার পাঁচ কোটি টাকা দিয়েছে। এরপরও প্রয়োজন থাকলে আমরা দেখব। নিরাপত্তা নিয়ে আমরা একটি অ্যাপস খুলেছি, যেন কোথায় কী হচ্ছে, তা সঙ্গে সঙ্গে জানা যায়। পূজার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে পূজা কমিটির লোক থাকবে। এছাড়া পুলিশ ও আনসার ২৪ ঘণ্টা অবজারভেশনে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com