
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌরসভার পূর্ব ও পশ্চিম নতুনপাড়া এলাকার জলাবদ্ধতা নিরসন এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সুনামগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সুনামগঞ্জ ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজনৈতিক ফেলোবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ইমনুদ্দোজা আহমদ এবং জেলা জাতীয়তাবাদী মহিলা দলের দপ্তর স¤পাদক আফসা জেবিন। তারা বলেন, উক্ত এলাকায় বসবাসরত এলাকাবাসী জলাবদ্ধতা ও খারাপ ড্রেনেজ ব্যবস্থার ফলে নানা সমস্যার সম্মুখিন হন এবং শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন। এর ফলে অল্প বৃষ্টিতেই পুরো এলাকায় জলাবদ্ধাতার সৃষ্টি হয়। জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। স্থানীয় জনগণ স্বাস্থ্য ঝুঁকি ও নিত্যকার চলাচলের অসুবিধার শিকার হয়। এরই ধারাবাহিকতায় গত ১২/০৮/২০২৫ ইং তারিখে স্থানীয় এলাকাবাসীর প্রায় ২০০ জনের স্বাক্ষরসহ স্মারকলিপি পৌর প্রশাসক মো. রেজাউল করিমের নিকট জমা দেওয়া হয়। তিনি উদ্যোগের প্রশংসা করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেও এখনো তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। তবে ড্রেনেজ ব্যবস্থার কাজ চলমান।
ইমন ও জেবিন জানান, এই বিষয়ে তারা নিয়মিতভাবে পৌরসভা অফিসের সাথে যোগাযোগ করছেন। তবে দ্রুত এটি সমাধান না হলে এলাকাবাসীর জলাবদ্ধতার এই কষ্ট লাঘব হবে না। সংবাদ সম্মেলনের বক্তারা গণমাধ্যমের প্রতি আহবান জানান এই সমস্যা নিয়মিতভাবে প্রচার ও প্রকাশের মাধ্যমে তুলে ধরার জন্য, যাতে দ্রুত সমাধান নিশ্চিত হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আসমা আক্তার