৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৯:২৪:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৯:২৪:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ সদর থানার ডলুরা (শহীদ মিনার) এলাকার আব্দুল আলী (৫০) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর থানার আলীনগর গ্রামের মিন্টু মিয়া (২৯)। সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হালুয়াঘাটস্থ গোদারাঘাট এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করে তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই মোহাম্মদ আব্দুল বাতেন। তার সঙ্গে ছিলেন এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস, কনস্টেবল ফরিদ মিয়া, দিপক মুন্ডা, শামছুল হক ও জাবরুল ইসলাম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com