সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্থান্তর

আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ১২:৫১:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ১২:৫৫:৪২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
জেলার সক্রিয় সাংবাদিকদের সংগঠন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্থান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৫ সেপ্টেম্বর সোমবার রাতে পৌর মার্কেটস্থ রিপোর্টার্স ইউনিটির হলরুমে নির্বাচন কমিশন এই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে নির্বাচন কমিশনসহ সংগঠনের সদস্যবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ৩১ আগস্ট সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শামস শামীম দৈনিক যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পীরকে পরাজিত করে সভাপতি এবং দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি জসীম উদ্দিন দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের স্টাফ রিপোর্টার দিলাল আহমদকে পরাজিত করে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মাহবুবুর রহমান পীরের সভাপতিত্বে ও সহকারি প্রধান নির্বাচন কমিশনার ফজলুল করিম সাইদের সঞ্চালনায় দায়িত্ব হস্থান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লতিফুর রহমান রাজু, সহকারি প্রধান নির্বাচন কমিশনার একে কুদরত পাশা, নবনির্বাচিত কমিটির সভাপতি শামস শামীম, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন।

বিদায়ী কমিটির পক্ষে বক্তব্য দেন সাবেক সভাপতি মাহবুবুর রহমান পীর ও সাবেক সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী। নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অফিসের চাবি ও আনুষঙ্গিক কাগজপত্র বুঝিয়ে দেন সাবেক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
এছাড়াও নির্বাচন কমিশন কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি শামস শামীম ও সাধারণ সম্পাদক জসীম উদ্দিন সংগঠনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন। দেশ ও মানুষের কল্যাণে সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটি কাজ করবে এই প্রত্যাশা ব্যক্ত করেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com