
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার মধ্যনগর সদর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন মধ্যনগর খাদ্যগুদাম প্রাঙ্গণে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে অনুষ্ঠিত হয়েছে। মধ্যনগর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত। সম্মেলনে সুপার ফাইভের পাঁচটি পদের মধ্যে সভাপতি পদে বিপ্লব তালুকদার, সহ সভাপতি পদে মো. বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ স¤পাদক পদে গোলাম কিবরিয়া, সাংগঠনিক স¤পাদক পদে মো. ফারুক মিয়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ স¤পাদক পদে দুইজন প্রার্থী থাকায় এখানকার নয়টি ওয়ার্ড বিএনপির কাউন্সিলরদের ভোটে প্রদানের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মো. মোশারফ হোসেন তালা প্রতীক নিয়ে ২২০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জামাল মিয়া ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১৪৯ ভোট।