
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের পরিচিতি সভা ও ধামাইল গানের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে শহরের কালিবাড়িস্থ প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি অরুণ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল দেব-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের প্রধান সমন্বয়ক নারায়ণ দাস, সুকেশ রঞ্জন তালুকদার, সহ-সভাপতি আমিনুল ইসলাম আমিন, অরুণ কান্তি দাস, সীমা তালুকদার, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস, জেলা হেযবুত তাওহীদের সভাপতি মো. জাকির হোসেন, বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা মাহাদ্দীব আলম, সহ-সভাপতি স্বাধীন কুমার চৌধুরী, নির্বাহী সদস্য জুয়েল রানা তালুকদার, সংগঠনের সদস্য সুমি চন্দ, সহ-সাধারণ সম্পাদক রণধীর চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মিহির তালুকদার, বিমান রায়, সমন্বয়ক পিকলু সরকার, ঝলক তালুকদারসহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জ তথা সিলেট বিভাগ হচ্ছে সংস্কৃতির একটি উর্বর স্থান। হাসনরাজা, রাধারমণ দত্ত, বাউল সম্রাট শাহ আব্দুল করিম এবং ধামাইল গানের আরেক সম্রাট কবি প্রতাপ রঞ্জন তালুকদার সুনামগঞ্জের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তাদের সৃষ্টিকে আমাদের ধরে রাখতে হবে।
আলোচনা সভা শেষে শিল্পীরা ধামাইল গান পরিবেশন করেন।